এসএসকেএস

SSKS

সর্বশেষ:

লক্ষ্য ও উদ্দেশ্য

দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে উপকার ও সুবিধা বঞ্চিতদেরকে গুরুত্ব দেওয়া।
সততা ও স্বচ্ছতা ।
জনগনের অংশগ্রহন।
নিয়মানুবর্তিতা ও দলীয় কাজ।
জবাবদিহিতা।
লিঙ্গ, সম্প্রদায় এবং অসমতার প্রতি সমতা ও সামাজিক ন্যায় বিচার।
নৈতিকতা ও সম্মান।
সংস্থার উদ্দেশ্য :
ক) যুগপৎ নি¤েœ উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও শহুরে বঞ্চিত দুর্দশাগ্রস্থ মানুষের জীবন উন্নয়নে সহায়তা করা:  কৃষিকাজ ফলের বাগান করা  মৎস খামার  পশু পালন  হাঁস মুরগী পালন  সাক্ষরতা বা ব্যবহারিক শিক্ষাপ্রদান  কুটির শিল্প  আয়বর্ধন মূলক  সমবায় জলসেচ  যোগাযোগ  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  পুষ্টি  পয়ঃনিষ্কাষন  খেলাধুলা, বিনোদন  লিঙ্গ বৈষম্য দূরীকরণ বৃক্ষ রোপন  পোষাক সেলাই প্রশিক্ষন ও বিপনন  প্রযুক্তিগত শিক্ষাদান  পরিবেশের ভারসাম্য রক্ষা  ব্যক্তিগত স্বাস্থ্য  সুশাসন  মানবাধিকার  প্রতিবন্ধী ও এতিম পুর্নবাসন  প্রশিক্ষন  সামাজিক অনাচার দূরীকরণ  বিসিসি কর্মকান্ডের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম ও অন্যান্য সামাজিক উন্নয়ন মূলক সচেতনতামূলক কর্মকান্ড।
খ) নারী পুরুষ নির্বিশেষে অতি গরিব ও মেধাবীদের কর্মসংস্থান।
গ) কম খরচে সকল বয়সের ও অবস্থানের ব্যক্তিবর্গকে স্বাস্থ্য সেবা প্রদান ও সচেতনতা সৃষ্টি।
ঘ) জনসংখ্যা সমস্যা সমাধানে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহন। মা ও শিশু মৃত্যূহার রোধে ইপিআই কর্মসূচি গ্রহন।
ঙ) নানা রোগ বালাই প্রতিরোধ কল্পে, যেমন ডায়রিয়া প্রতিরোধ, নিরাপদ পানি সেবন, স্বাস্থ্য সম্মত পয়ঃ নিষ্কাশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, মাতৃদুগ্ধ পান, অন্ধত্ব নিরাময়, ধুমপান মুক্ত পরিবেশ ইত্যাদি কার্যক্রম গ্রহন।
চ)সবার জন্য শিক্ষা কর্মসুচি চালুকরন এবং নৈশ্য বিদ্যালয় বয়ষ্ক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র ও গ্রন্থাগার স্থাপন।
ছ) গ্রাম ও শহর উন্নয়নে এবং জীবনের পরিবর্তনশীল সামাজিক,অর্থনৈতিক ও কারিগরি দিকের গবেষণা কাজ পরিচালনা ও সহায়তা প্রদান।
জ) নারী পুরুষ নির্বিশেষে দুস্থ ও অসহায়দেও অত্মনির্ভরশীল করার লক্ষ্যে নিবিড় আয় বর্ধন মূলক কর্মসূচি গ্রহন করা যাবে।
ঝ) গ্রাম ও শহর এলাকায় ডঅঞ-ঝঅঘ কর্মসূচি বাস্তবায়ন, গনসচেতনতা সৃষ্টি এবং দুঃস্থ দরিদ্রদেরকে ডঅঞ-ঝঅঘ প্রদান নিশ্চিতকরণ।
ঞ) প্রধানতঃ দুর্দশাগ্রস্থদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যে ক্ষুদ্র ও কুটির শিল্প নির্মাণ যা বেকার সমস্যা সমাধানে সাহায্য করবে এবং সফলতা ও আতœনির্ভরশীলতা অর্জনে সহায়তা করবে।
ট) নারী-পূরুষ নির্বিশেষে আর্থিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন খেলাধুলার কর্মসুচি প্রণয়ন।
ঠ)আমাদের ঐতিহ্যকে লালন করতে এবং অপসংস্কৃতি নির্মূলে সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন এবং জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
ড) স্থানীয় প্রশাসনকে সহায্য করতে দূনীতি ও সমাজ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কর্মসুচি প্রণয়ন এবং গণসচেতনতা সৃষ্টি।
ঢ) বঞ্চিত ও কম সুবিধা প্রাপ্ত জনগোষ্টিকে সকল ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
ণ) সংলাপ বা যোগাযোগের অন্য কোন মাধ্যমের সাহায্যে জনগনের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে ছাত্র সহ উদ্দিষ্ঠ জনগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সভা, সেমিনার বিজ্ঞাপন ইত্যাদির সাহায্যে জ্ঞান বিস্তার।
ত) গ্রাম ও শহরের জনসাধারনের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, পয়ঃনিস্কাশন ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান বিস্তার।
থ) গবেষনা, জরিপ, সেমিনার, সম্মেলন কিংবা অন্য কোন পদ্ধতির সূত্রপাত করা এবং গবেষনা পরিচালনা করা। শহর ও গ্রাম উন্নয়নে নিয়োজিত অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সংযোগ সাধন এবং সরকারের গ্রাম ও শহর উন্নয়ন উদ্যেগে সহযোগীতা ও সমর্থন প্রদান।
দ) উদ্দেশ্য সাধনে সহায়ক যে কোন সংবাদপত্র, সময়িকী, পুস্তক-পস্তিকা প্রকাশ যা এর বিবেচনায় অবশ্য প্রয়োজনীয় বা সাহায্যকারী।
ধ)বাংলাদেশের জনসাধারনের মঙ্গল সাধনের লক্ষ্যে উপরোক্ত উদ্দেশ্য লাভে যে কোন আইনসম্মত কাজ করা।